fbpx

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের  আলীনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই আরোহী মারা যান।

ওসি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রনি খন্দকার (১৬)।

এ দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলেও জানান বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply