fbpx

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ মোট সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। হায়দরাবাদ হাউজে গতকাল দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনার পর এমওইউ হলেও সে তালিকায় নেই তিস্তার পানি বণ্টন। পরে শেখ হাসিনা যৌথ সংবাদ সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় বেশকিছু বিষয়ে সমঝোতা হয়েছে। আশা করব আগামী দিনে বাকি বিষয়গুলো নিয়েও সমঝোতায় আসা সম্ভব হবে। শিগগিরই চুক্তি হতে পারে তিস্তার পানি বণ্টনের বিষয়েও।

বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সমঝোতা স্মারকগুলো হলো অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ভারত ও বাংলাদেশের পানি প্রত্যাহারের বিষয়ে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, বাংলাদেশের রেলওয়ে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে ভারতের রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের জন্য এফওআইএস ও অন্যান্য আইটি অ্যাপ্লিকেশনের মতো আইটি সিস্টেমে সহযোগিতার জন্য ভারতের রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক। এছাড়া ভারতে বাংলাদেশ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির বিষয়ে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার বিষয়ে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও বাংলাদেশের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রগুলোয় সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক এবং প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে সম্প্রচার সহযোগিতা-সংক্রান্ত স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে হায়দরাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। তাদের আলোচনায় নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নাদ-নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার মোকাবেলার মতো পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো প্রাধান্য পায়। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। সবশেষে হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাত সমঝোতা সই হয়েছে

Advertisement
Share.

Leave A Reply