fbpx

ভারত ফেরত ৩ শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে আসা ২৬ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত করা গেছে। রবিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তিন শিক্ষর্থীর পজেটিভ হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা সবাই ভারতের শিলিগুড়ির একটি স্কুলের শিক্ষার্থী। গত শনিবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। তাদেরকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বুড়িমারী স্থলবন্দরের কাছে সামটাইমস আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা. তানজির আলম জানিয়েছেন, করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে কোনো উপসর্গ নেই। এজন্য তিনজনই সামটাইমস আবাসিক হোটেলে আইসোলেশনে থাকবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, তাদের আবার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। ঢাকায় পরীক্ষার পর জানা যাবে শিক্ষার্থীদের শরীরের ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না।

Advertisement
Share.

Leave A Reply