fbpx

ভোলার চরফ্যাশনে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হচ্ছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শহরের টাউন হল সংলগ্ন এলাকায় ১০ শতাংশ জমির উপর ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হবে।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ শুরুর এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় দোকান ঘর, তৃতীয় তলায় কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টার, কমান্ডারের কক্ষসহ অন্যান্য সুবিধা থাকছে। এ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের মাধ্যমে জেলার সকল উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হবে।

চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মোল্লা আবুল কালাম আজাদ বলেন, এতদিন একটি টিনের ঘরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম চালানো হতো। এতে দাপ্তরিক কাজসহ অন্যান্য কাজে সমস্যা পোহাতে হতো। তাই তিনতলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ হলে সেই সমস্যা থাকবে না। সরকারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান এ বীর মুক্তিযোদ্ধা।

Advertisement
Share.

Leave A Reply