fbpx

ভোলায় উদ্ধার হলো ৪টি মেছো বাঘের বাচ্চা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চারা এখন ভালো আছে। গত ৯ ফেব্রুয়ারি ভোলার উদয়পুর গ্রামে একটি বসত বাড়িতে লাকরি রাখার ঘরে পাওয়া যায় ৪ টি মেছো বাঘের বাচ্চা। পরে বন বিভাগের কর্মীরা এসে বাচ্চাগুলোকে আবার ওই লাকরির ঘরেই রেখে যায়।

শাবকগুলোর কোন ক্ষতি হবেনা মর্মে বাড়ির মালিকের মুচলেকাও রাখে বন বিভাগের কর্মীরা।

জানা যায়, প্রতিদিন রাতে মা বাঘটি এসে বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে যায়।

এ বিষয়ে বন বিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা জানান, মেছো বাঘ যেহেতু মানুষের কোন ক্ষতি করেনা এবং শাবকগুলো অনেক ছোট হওয়ায় উদ্ধার হওয়া স্থান থেকে অপসারণ করা হয়নি। এতে করে শাবকগুলো দুধ পানসহ মায়ের সাথে থাকার সুযোগ পাচ্ছে।

বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম আরও বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব মেছো বাঘ বেশ উপযোগী। কিন্তু সাম্প্রতি নানান কারণে এসব প্রাণির আবাসস্থলের সংকট দেখা দিচ্ছে। একটা সময় প্রচুর মেছো বাঘের দেখা মিল্লেও এখন এদের সংখ্যা কমে আসছে। তাই এসব প্রাণিদের রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply