fbpx

ভোলায় নির্মাণ হচ্ছে ৯৭টি সাইক্লোন সেল্টার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলা জেলার ৭ টি উপজেলায় ৫২৮ কোটি  টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ৯৭ টি সাইক্লোন সেল্টার। বিশ্ব ব্যাংকের অর্থায়ন ও  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে আশ্রয় কেন্দ্রগুলোর ৫০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো কাজ আগামী জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে।

প্রতিটি আশ্রয় কেন্দ্রে দুর্যাগকালীন সময়ে ২ হাজার মানুষ অবস্থান নিতে পারবে। এছাড়া পর্যাপ্ত গবাদি পশু রাখারও ব্যবস্থা রাখা হয়েছে। এই ৯৭ টি আশ্রয় কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ১০ তলা ফাউন্ডেশনের এসব পরবর্তীতে আরো সম্প্রসারণ করা যাবে।

নতুন নির্মিত এসব আশ্রয় কেন্দ্রে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাই থাকছে। নিচ তলাটি ফাকাঁ থাকার ফলে দুর্যোগকালীন সময়ে সহজেই পানি সরে যেতে পাড়বে। এই আশ্রয় কেন্দ্রগুলো চালু হলে দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের সক্ষমতা বাড়বে। জনমনে নিরাপত্তাহীনতা দূর হয়ে স্বস্তি ফিরে আসবে। এছাড়া একই প্রকল্পের আওতায় ২৪০ কোটি টাকায় ৪২টি সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল

এলজিইডি’র কর্মকর্তারা জানান, মোট ৯৭টি সাইক্লোন সেল্টারের মধ্যে ভোলা সদরে হচ্ছে ১৭টি। দৌলতখানে ৯টি। বোরহানউদ্দিনে ১০ টি। লালমোহনে ২২টি। তজুমদ্দিনে ১০টি। চরফ্যাসনে ২৩টি ও মনপুরায় ৬টি রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply