fbpx

মধ্যহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩২৮ রান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রত্যাবর্তন টেস্টে হাফ সেঞ্চুরি। সাকিবের সকালটা বেশ ঝলমলে। তবে সাকিবের রং ছড়ানো ব্যাটিং স্থায়ী হয়নি লাঞ্চ বিরতি পর্যন্ত। কিছুটা আফসোস থেকেই গেল। সেট হয়েছিলেন, প্রত্যাশাও বাড়িয়েছিলেন, সাকিবের কাছে চাওয়াটাও ছিল আরো বেশি। কিন্তু পারলেন না প্রত্যাবর্তন টেস্টে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি বানাতে। রাকিম কর্নওয়াল সাকিবকে শিকার করেন। লাফিয়ে উঠা বলকে কাট করতে গিয়ে উইন্ডিজ অধিনায়কের হাতে ক্যাচ দেন। সাকিবের রান তখন ৬৮। আর এই আউটে উইন্ডিজরা সেশনে জোড়া উইকেট শিকারে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা কাজে লাগালো।

মধ্যহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩২৮ রান

পারলেন না প্রত্যাবর্তন টেস্টে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি বানাতে। রাকিম কর্নওয়াল সাকিবকে শিকার করেন। ছবি: অলরাউন্ডার

এর আগে সাকিব-লিটনের বড় সংগ্রহের আশায় শেষ হয়েছিল প্রথম দিন। দ্বিতীয় দিনের সকালেই সেই আশা মিলিয়ে গেল লিটনের আউটে। খেলা শুরু হওয়ার দশ মিনিটেই। দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলে কার্ট করতে গিয়ে বোল্ড হয়ে লিটন দাস প্যাভিলিয়নে ফেরেন ৩৮ রানে করে। আগের দিনের সাথে ৪ রান যোগ করেন মাত্র। আর সেই ওয়ারিকান আতংক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইনিংসে চতুর্থ শিকার করেন এই স্পিনার। মধ্যহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে ৩২৮ রান।

Advertisement
Share.

Leave A Reply