fbpx

মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আওয়ামী-লীগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। দলটি তাদের তৃণমূল পর্যায়ে সহযোগী সংগঠনকে সুসংগঠিত করাসহ নির্বাচনকেন্দ্রিক কাজ গুলোও এগিয়ে নিচ্ছে।

আওয়ামী-লীগের দলীয় প্রার্থী বাছাই, সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ভিতরে ভিতরে তথ্য বাছাই ও  অন্যান্য কাজ সেরে নিচ্ছেন আওয়ামী -লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্রে  জান যায় এসব তথ্য।

এদিকে নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত দল গোছানোর পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কাজ করছে আওয়ামী লীগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আট বিভাগে সাংগঠনিক টিমের সদস্যরা মাঠে নামবেন বলেও জানা গেছে। এছাড়া দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী-লীগ সভাপতি শেখ হাসিনা। এমপি-মন্ত্রী-নেতা যারাই দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছে বা যাবে তাদের বিষয়গুলো নোট করা হচ্ছে। আগামীতে সময়মতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে দলের নেতাদের কাছ থেকে।

তবে আওয়ামী-লীগ বলছে, এবারের নির্বাচনে বিএনপি অংশ নিবে, বিষয়টি মাথায় রেখেই ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সর্বশেষ সভায় দলকে নির্বাচনিমুখী করতে বেশি কিছু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গত বছরের সেপ্টেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার আপডেট করার নির্দেশনা দিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকে নির্বাচনি প্রস্তুতির লক্ষ্যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং সেমিনারের মাধ্যমে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তযোগ্য শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিভিন্ন বিষয়ের সুপারিশ বা আপডেট করার জন্য উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কয়েকটি উপকমিটি কাজও শুরু করেছিল। বেশ কয়েকটি সেমিনারের আয়োজনও করেছিল তারা। তবে করোনার কারণে এই কাজেও কিছুটা স্থবিরতা নেমে আসে।

দলটির নেতারা বলছেন, দলীয় সভাপতির নির্দেশে নির্বাচনের আগেই সব অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে তৃণমূল পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করতে চান তারা।

Advertisement
Share.

Leave A Reply