fbpx

মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি গণমাধ্যমকে স্থায়ী জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছিল হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মেয়াদ বাড়ান। ওই বছরের ১৮ জুন একই বেঞ্চ দুই মামলায় বিএনপিপ্রধানকে ছয় মাসের জামিন দেয়।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এবং ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খালেদা জিয়ার নামে মামলা দুটি দায়ের করা হয়।

Advertisement
Share.

Leave A Reply