fbpx

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে তার এই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন রোববার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল ম্যাকডোনাল্ডের।

৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল। একই দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার।

Advertisement
Share.

Leave A Reply