fbpx

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশি আটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মালয়েশিয়ায় আট বাংলাদেশিসহ ৮৮ বিদেশি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ১১ টার দিকে সেলাঙ্গরের পাইকারি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

সারডাং জেলা পুলিশ সদর দপ্তরের (আইপিডি) ৯২ জন সদস্য ও ১০ জন কর্মকর্তার নেতৃত্বে চলা বিশেষ অভিযানে অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়।

সেরডাং জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ গণমাধ্যমকে জানান, গ্রেফতারদের ৮৮ জনের মধ্যে ৭৮ জন মিয়ানমারের, ৮ জন বাংলাদেশের এবং বাকি দুইজন নেপাল ও  ইন্দোনেশিয়ার বাসিন্দা। এদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

দীর্ঘদিন ধরে বিদেশিরা অবৈধভাবে পাইকারি বাজারে ব্যবসা করে আসছিলেন। তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। একইসঙ্গে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ।

আইপিডি বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আইপিডি সারডাং -এ নেওয়া হয়েছে এবং সেকসন ৬ (১) সি অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুসারে তদন্ত করা হবে।

Advertisement
Share.

Leave A Reply