fbpx

মিরাজ নিতে পারেন বিশ্রাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চিঠিতে লিখেছিলেন মায়ের অসুস্থতার কারণে যাচ্ছেন ঢাকায়, পরবর্তীতে বেরিয়ে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের সাথে দ্বন্দ্বের কথা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদি হাসান মিরাজ প্রথমে জানিয়েছেন ইয়াসির থাকলে খেলবেন না তিনি। তবে অভিমান ভেঙ্গেছে মিরাজের, খেলবেন তিনি। তবে করবেন না অধিনায়কত্ব এটা সাফ জানিয়ে দিয়েছেন। সেইসাথে বলেছেন বিপিএলের মাঝপথে নিতে পারেন বিশ্রামও।

সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম, সেই ম্যাচেই মিরাজকে দলে চায় ম্যানেজমেন্ট। তবে, মিরাজ চান মায়ের অসুস্থতার এই সময়ে তার পাশে থাকতে। কিন্তু ম্যানেজমেন্টের ভাবনা সবার আগে তারা নিশ্চিত হতে চায় কোয়ারেন্টিন থেকে বাইর হলে মিরাজকে আবার দলে পেতে কত সময় লাগবে। মূলত এটার উপরেই নির্ভর করছে কবে ঢাকায় ফিরছেন মিরাজ কিংবা কখন পাচ্ছেন বিশ্রাম।

সেইসাথে মিরাজ জানিয়েছেন মনে লেগেছে বড় আঘাত। এই আঘাত যে খুব দ্রুতই মুছবে না সেটা বলেছেন টাইগার স্পিনার নিজেও। তবে, ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী মিরাজের ব্যাপারে। কুমিল্লার বিপক্ষে ম্যাচটাতে মিরাজের পারফরম্যান্সই নাকি দিয়ে দিবে সব জবাব।

Advertisement
Share.

Leave A Reply