fbpx

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, স্থল ও আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের স্থল ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

জরুরি তলব পেয়ে বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন অং কিউ মোয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা মিয়ানমারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে চতুর্থবারের মতো তাকে তলব করা হয়। এর আগে গত আগস্ট থেকে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হামলায় তাকে তিনবার ২১ অগাস্ট, ২৮ অগাস্ট ও ৪ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায়।

এর আগে গত শুক্রবার বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ১ রোহিঙ্গা যুবক নিহত ও পাঁঁচ জন আহত হন। একই দিন সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের কাছে ‘মাইন বিস্ফোরণে’ বাংলাদেশি যুবক অংথোয়াইং তঞ্চঙ্গার (২২) একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement
Share.

Leave A Reply