fbpx

মিয়ানমারে বিক্ষোভে আহত তরুণী মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আহত তরুণী শুক্রবার মারা গেছেন। ২০ বছর বয়সী নিহতের নাম মেয়া থে থে খাইয়িং। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

জান্তা বিরোধী বিক্ষোভে অংশে নিয়ে এটাই প্রথম মৃত্যু।

গেল ৯ ফেব্রুয়ারি রাজধানী নিপিদোতে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশি হামলায় মাথায় গুলিবিদ্ধ হন এই তরুণী। গুরুতর আহত অবস্থায় সেদিন থেকেই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১ টায় সেখানেই মারা যান তিনি। মেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাল কর্তৃপক্ষও।

সংবাদসংস্থা এএফপিকে এক চিকিৎসক বলেন,’ ন্যায় বিচারের জন্য আমাদের যতদূর যেত হয় যাবো’ ।  তিনি আরও বলেন, আহত তরুণীতে নিবিড় পরিচর্যা ইউনিটে সেবা দেয়া নিয়েও চাপের মুখে চিলেন চিকিৎসকরা।

সংবাদ সংস্থা রয়টার্সকে মেয়ার ভাই বলেন ‘ কিছু বলার নেই’।

তবে মেয়া কিভাবে মারা গেলেন সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

গেল বছর নভেম্বরে, নির্বাচনের কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলে নেয় সেনারা। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এর পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে জান্তা শাসকের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে হাজারো মানুষ।

Advertisement
Share.

Leave A Reply