fbpx

মুক্তির জনযুদ্ধ শুরুর মাস মার্চ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাধীনতার মাস মার্চ শুরু হলো আজ। ১৯৭১ সালে পাকিস্তানি জান্তার আক্রমণের পাল্টা সশস্ত্র জবাব দেয়া জনযুদ্ধ শুরুর মাস এই মার্চ।

যার হাত ধরে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা, সেই মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন চলছে গত বছরের মার্চ থেকে। আর এবারের মার্চে তা মিলছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের সঙ্গে।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এরপর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

মুক্তির জনযুদ্ধ শুরুর মাস মার্চ

যে মহান নেতার লড়াইয়ে এ দেশ পাওয়া। ছবি : সংগৃহীত

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে স্বাধীনতা দিবস- এই দশ দিনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ও স্বাধীনতা দিবস ২৬ মার্চ অন্তত বড় দুটি অনুষ্ঠান হতে পারে। এর বাইরে এ মাসে স্থানীয় প্রশাসনের নানা অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply