fbpx

মুক্তি পেলেন কিশোর, গারদের বাইরে আকাশ দেখার দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে দীর্ঘ ১০ মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। গারদের বাইরে আজ তার আকাশ দেখার দিন।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই আলোচিত কার্টুনিস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার আবদুল জলিল।

তিনি বলেন, ‘আহমেদ কবির কিশোরের জামিন সংক্রান্ত নথি আজ সকাল ১০টার দিকে কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই করে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে কিশোরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পী।

Advertisement
Share.

Leave A Reply