fbpx

মুক্ত এমভি আবদুল্লাহকে পাহারা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশের কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।

সোমবার (১৫ এপ্রিল) বেলা দুইটায় সংস্থাটির ওয়েবসাইটে এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নেওয়ার ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ছবিতে দেখা যায়, নীল সাগরে এগিয়ে চলছে এমভি আবদুল্লাহ। দুই পাশে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। এ সময় তিনটি দ্রুতগতির নৌযানকেও টহল দিতে দেখা যায়। এছাড়া ছবিতে দেখা যায়, এমভি আব্দুল্লাহর চারপাশে কাটাতার দিয়ে বানানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এতে আবারও যাতে কোনো জলদস্যু উঠতে না পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপদ জায়গায় যাওয়ার আগ পর্যন্ত থাকছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ। আবারও জলদস্যুরা হানা দিলে প্রতিহত করার সব প্রস্তুতি রয়েছে জাহাজে।

সোমবার প্রকাশিত এক আপডেট প্রতিবেদনে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম জানায়, এই নিরাপত্তার মধ্যেই আগামী ২২ এপ্রিল (সোমবার) দুবাইয়ের আল হারমিয়া বন্দরে পৌঁছাবে জাহাজটি।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পায় শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে। অর্থাৎ ১৪ এপ্রিল প্রথম প্রহরে। এর আগে ২০১০ সালে কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। ওই জাহাজ উদ্ধার করতে ৯৯ দিন সময় লেগেছিল।

Advertisement
Share.

Leave A Reply