fbpx

মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় চঞ্চল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। খবরটি সৃজিত মুখার্জী ফেসবুক পেজে নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

এছারাও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সৃজিত জানিয়েছেন, ‘বায়োপিক বা ওই ধাঁচের ছবি আগেও করেছি। যেমন শাবাশ মিঠু বা ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে। কিন্তু নিঃসন্দেহে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং।’

মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবনই বেশি থাকবে সিনেমায়। ১৯৬৯ থেকে ১৯৭৩ সময়কালে তার বানানো কলকাতা ট্রিলজি ছবির অনেকটা জুড়ে থাকবে। সিনেমায় আরও অভিনয় করবেন কলকাতার থাকবেন মনামী ঘোষ এবং সম্রাট চক্রবর্তী।

সিনেমাটি  প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। তিনি ভারতীয় আরেক নির্মাতা অনিক দত্তের ‘অপরাজিত’ সিনেমাটিও প্রযোজনা করেন।

উল্লেখ্য, সৃজিত এই জীবনীচিত্রটি করতে চেয়েছিলেন ওয়েব সিরিজে। লকডাউনের সময় তিনি চিত্রনাট্য লিখেও ফেলেছিলেন। তার পরে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। স্বভাবতই সিরিজের তুলনায় দৈর্ঘ্য কমাতে হয়েছে। সৃজিতকে সাহায্য করেছেন মৃণালের পুত্র কুণাল সেন।

Advertisement
Share.

Leave A Reply