fbpx

মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২, আহত ২০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেহেরপুরের গাংনীর ধলা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

৮ নভেম্বর (সোমবার) সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।

গাংনীর বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, তারা গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের হামলা করে। এ সময় তার চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। কোনমতে প্রাণে বেঁচে যান আজমাইন হোসেন টুটুল। খবর পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে আমার ছোট ভাই এনামুল হোসেন নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগীরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নিহতরা হলেন- জাহারুল ও সাহাদুল। তারা বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের চাচাতো ভাই বলে জানা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply