fbpx

ম্যারাডোনা ছাড়া প্রথমবারের মতো সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। সেবার আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপা শিরোপা জিতেছিল তারা। এরপর কেটে গেল ৩৩ বছর, অবশেষে আরও একবার সিরি আ চ্যাম্পিয়নের তকমা পেলো নাপোলি।

৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল নাপোলি, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাজিও থেকে ১৫ বেশি। কাজেই দরকার ছিল শুধুমাত্র একটি ড্রয়ের। বৃহস্পতিবার রাতে উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিরি আর সেই অধরা শিরোপা ঘরের তোলে নাপোলি।

ম্যাচের ১২ মিনিটেই গোল করেছিল উদিনেস। যার ফলে শঙ্কা জেগেছিল শিরোপা জয়ের বিলম্বের। কিন্তু তা হয়নি ম্যাচের ৫২ মিনিটে পুরো মৌসুম দারুণ খেলা ভিক্টর ওসিমেনের গোলেই সমতায় ফেরে নাপোলি। আর সেই গোলটিই তাদের এনে দেয় উৎসবের উপলক্ষ।

Advertisement
Share.

Leave A Reply