fbpx

যত্রতত্র টোল আদায় বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র টোল বা ফি আদায় বন্ধ করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে সড়ক পরিবহনে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজারাকৃত জায়গায়, স্থানীয় সরকার পরিচালিত নির্ধারিত ফি, টোল, টার্মিনাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে চাঁদা আদায় করতে পারবে না। নির্ধারিত স্থান থেকে টোল বা রাজস্ব আদায় করতে হবে।‘
সরকার নির্ধারিত টোলের বাইরে রাজনৈতিক নেতারা সড়কে চাঁদাবাজি করেন, এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদা বাণিজ্যের কথা আমি বলব না। আমি বলব একটা টোল আছে, সেটা দিতে হবে। সেটা কোথা থেকে নেবে, কীভাবে এবং কত টাকা নেবে, সেটা নির্ধারিত হবে। সেই জায়গা ছাড়া এই টোল কেউ নিতে পারবে না।‘
শ্রমিকদের সমিতির চাঁদার বিষয়ে কামাল বলেন, ‘পরিবহনের যে চাঁদা, যেটা মালিক শ্রমিক কিংবা মালিকরা বা শ্রমিকরা নিয়ে থাকে সমিতি চালানোর জন্য সেটাও নির্ধারিত রয়েছে, সেটাও বাস টার্মিনাল বা যেখান থেকে বাস ছাড়ে, এর বাইরে কেউ নিতে পারবে না।‘
সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে, তা বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোটাই সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং নিবন্ধনহীন মোটরসাইকেল সড়কে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Advertisement
Share.

Leave A Reply