fbpx

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় থাকছে না হুতি বিদ্রোহীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য দেন। জানানো হয়েছে, ইয়েমেনের অমানবিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এমনটি ভাবা হচ্ছে। এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গেল ১৯ জানুয়ারি দায়িত্ব ছাড়ার আগের দিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গোষ্ঠীটিকে কালো তালিকাভুক্ত করেন। এর দুই সপ্তাহ পরই, নতুন প্রশাসনের কাছ থেকে সিদ্ধান্তটি বদলের ইঙ্গিত এল।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম পররাষ্ট্র বিষয়ক বক্তব্যে ইয়েমেন ইস্যুতে কথা বলেন জো বাইডেন। এই সময়ও তিনি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভিযানে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটাতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান ও অবরোধের কবলে ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। জাতিসংঘ বলছে, দেশটির ৮০ শতাংশ মানুষেরই এই মুহূর্তে জরুরি ত্রাণ সহায়তা দরকার।

Advertisement
Share.

Leave A Reply