fbpx

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব, তছনছ বইমেলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীতে বয়ে গেল ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় দমকা ও ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক কাওসারা পারভীন বিবিএস বাংলাকে জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাজধানীতে হওয়া কালবৈশাখী ঝড়ে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ৭৪ কিলোমিটার।

এছাড়া, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগসহ দেশের বেশকিছু জেলায় ঘণ্টায় ৫৮ থেকে ৬২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে ঝড়ের পর বৃষ্টির পরিমাণ কম ছিল বলে জানায় আবহাওয়াবিদ কাওসারা পারভীন।

হঠাৎ কালবৈশাখী ঝড়ে কুঁড়েঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব, তছনছ বইমেলা

বইমেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখীর ঝড়। ছবি: সংগৃহীত

এদিকে, রাজধানীতে কালবৈশাখী ঝড়ের তীব্র বাতাসের তোড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বইমেলা প্রাঙ্গণ। লণ্ডভণ্ড হয়েছে বাংলা একাডেমি ও সোহরাওয়াদী প্রাঙ্গণের বেশকিছু স্টল।

ঝড়ো হাওয়ায় স্টলের নামফলক খসে পড়েছে, দেয়াল ও ছাদের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে বেশকিছু বই। স্টলের মাঝ রাস্তায় জমেছে বৃষ্টির পানি। কয়েকটি প্যাভেলিয়ন আংশিকভাবে ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছে প্রকাশকেরা।

Advertisement
Share.

Leave A Reply