fbpx

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন। এর মধ্যে তিনি রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নিতে পারেন।’

আগামী ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হতে পারেন।মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে এমনটি জানা গেছে।

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৯ সেপ্টেম্বর মারা যান। রাজকীয় আনুষ্ঠানিকতা সেরে আগামী ১৯ সেপ্টেম্বর তার শেষকৃত্য হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথ টানা ৭০ বছর ধরে রাজত্ব করেন। তিনি কমনওয়েলথেরও প্রধান ছিলেন, বাংলাদেশও এই জোটের সদস্য।

রানির মৃত্যুতে শোকবার্তায় শেখ হাসিনা বলেছিলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি আর শক্তিই ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।

Advertisement
Share.

Leave A Reply