fbpx

রাফির প্রশংসায় ফারুকী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রায়হান রাফি, সময়ের আলোচিত ও গুণী নির্মাতা। ‘পরাণ’ সিনেমা দিয়ে জয় করেছেন দর্শকের ‘পরাণ’। এই নির্মাতার ভূয়সী প্রশংসা করলেন দেশের আরেক গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

২৯ অক্টোবর ফারুকী নিজের ফেসবুক পেজে রায়হান রাফিকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ভালো ইংরেজী বলে না, আমাদের হাই-সোসাইটির সদস্য না, বা ওর ছবিতে একটা র ব্যাপার থাকে, সেই জন্যে ওকে নিয়ে সুশীল সমাজ খুব একটা টগবগায় না। কিন্তু ওর প্রথম শর্ট ফিল্ম দেখার পরেই আমার মনে হইছিলো ও অডিও-ভিজুয়াল ল্যাংগুয়েজটা বোঝে। এমন না যে, সে একটা ফিনিশড প্রোডাক্ট। বা আদৌ কেউ কি ফিনিশড প্রোডাক্ট হয়? আমরা প্রত্যেকেই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাই।

বলছিলাম রায়হান রাফির কথা। আর এতো কথা মনে পড়লো ওর দামাল দেখে। আমরা যখন ফিল্ম বানাইতে শুরু করি, তখন আমাদের চাওয়া ছিলো আমরা অঁতর ফিল্ম বানাবো কিন্তু সেটা দর্শকের কাছেও পৌঁছবে। থার্ড পারসন সিঙুলার আর টেলিভিশন ছবি দুইটা নিয়ে বড় দর্শকের কাছে পৌঁছানো গেছিলো। শনিবার বিকেল সম্ভবত আরো বেশী দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও জানতাম অঁতর সিনেমার আগানোর সাথে হাতে হাত ধরাধরি করে আছে “মূলধারা”র আগানোর ব্যাপারটা! মূলধারা লিখে কোটেশনের মধ্যে ফেললাম কেনো আমি নিজেকে মূলধারাও মনে করি! সে আলোচনা আরেকদিন হবে। তো এই যে আমাদের মান্ধাতার “মেনস্ট্রিম” এটা স্মার্ট হওয়ার জন্য ছিলো আমাদের অপেক্ষা। মনপুরা বা আয়নাবাজি বা এরকম আরো কিছু ছবি স্মার্ট মূলধারার ভালো উদাহরন।’

তিনি আরও লিখেছেন, ‘দামাল স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরন হয়ে থাকলো। দামালের স্ট্রাকচার লিনিয়ার কোনো সহজ স্ট্রাকচার না। আবার একই সাথে দামাল অ্যাবসলিউটলি অরিজিনাল কিছু নিয়ে ডিল করে নাই। এই ধরনের ছবি যদি আপনাকে এনগেজ করতে হয় তাহলে ছবিটার স্ক্রিপটিং, ফিল্মিং, এডিটিং, মিউজিক স্কিলফুলি করতে হয়। রায়হান রাফি ও তার টিম এই কাজটা সফলভাবে করতে পারছে। তার মানে কি দামালে কোনো ডাউনসাইড নাই? নিশ্চয়ই আছে। কোথায় থাকে না? সেই ডাউনসাইড আমার বলারও প্রয়োজন নাই। সেটা রাফি নিজ দায়িত্বেই বুঝে পরের ছবিতে খেয়াল রাখবে। আমার শুধু বলা প্রয়োজন, গুড জব, রাফি। কিপ ইট আপ। সামনে আরো ভালো কাজ দেখার অপেক্ষায়। কোন ছবি কখন কেনো ব্যবসাসফল হয় বলা মুশকিল। মাঝে মধ্যে এটা নিয়ে বিস্মিতও হই। কিন্তু দামাল ব্যবসাসফল হবে আশা করি। এটা হলে আমাদের সিনেমার জন্য একটা দারুন খবর হবে।’

Advertisement
Share.

Leave A Reply