fbpx

রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ, ভোট দেয়নি বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘ বলছে, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

হামলার অষ্টম দিনে ইউক্রেনের বড় বড় শহরগুলোতে রাশিয়া তাদের তৎপড়তা জোরদার করেছে।

৩ মার্চ বুধবার ইউক্রেনে রাশিয়ার হামলায় নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। ১৯৩ টি সদস্য দেশের মধ্যে ১৪১ টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

রাশিয়াসহ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। তারা হলো বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া ও রাশিয়া।

ভোট দেয়ায় বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

Advertisement
Share.

Leave A Reply