fbpx

রোজায় কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসন্ন রমজান মাসে পবিত্র কোরআন শরীফের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি আরব। রবিবার সৌদি আরবের বাদশাহ সালমান কোরআন বিতরণের বিষয়টি অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। কোরআনের অনুবাদ করা কপিও বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। আল কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, মাহে রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। সেজন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply