fbpx

র‍্যাবের ৪২৮ টহল দল মোতায়েন সারা দেশে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি অবরোধে সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বৃহস্পতিবার র‍্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ১৪২টি টহল দল।
আজ সকালে র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো ধরনের নাশকতা-সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

এ ছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে র‍্যাব নিরাপত্তা দিচ্ছে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে পাহারা দিয়ে র‍্যাব নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

বিএনপির ডাকা ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে কাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির সমমনা কয়েকটি দল-জোটও অভিন্ন কর্মসূচি পালন করছে। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এবার ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

Advertisement
Share.

Leave A Reply