fbpx

লকডাউন না মানলে পুলিশ আপনার বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিতে পারে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

গতকাল ২৯ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়।

এই বিধিনিষেধের মধ্যে রয়েছে কিছু পুলিশি পদক্ষেপ। অমান্যকারীদের বিরুদ্ধে মামলাও হতে পারে।

১. ঢাকা মহানগীরর প্রধান সড়ক সমূহ ও অলিগলিতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে।

২. ঢাকা মহানগরীর প্রবেশ/ বাহির পথে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেকপোস্ট ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।

৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুসারে গ্রেফতার ও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. ক্ষেত্র বিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধি ২৬৯ ধারা অনুসারে গ্রেফতারসহ নিয়মিত মামলা রজু করা হবে।

৬. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা হবে।

এ সক্রান্ত নানা বিধিনিষেধের তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।

তবে সরকারি সূত্র বলছে, প্রথমে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকলেও তা আরও এক সপ্তাহ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply