fbpx

লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে চলমান লকডাউন ২৩শে মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি নিষেধের মেয়াদ ১৬ মে মধ্যরাত থেকে ২৩শে মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।‘

প্রজ্ঞাপন অনুযায়ী আগের সমস্ত বিধি নিষেধ বহাল থাকবে। বর্ধিত লকডাউনের সময়েও বন্ধ থাকবে দূর পাল্লার বাস, লঞ্চ, ট্রেন। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে চলবে গণপরিবহন। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে পূর্বের নিয়ম অনুযায়ী।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার কারণে এপ্রিলের ৫ তারিখ প্রথম দফায় লকডাউন ঘোষণা করে সরকার। পরে ১৪ই এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। পরে তা ৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও লকডাউনের সময়সীমা বাড়ানো হয় ১৬ই মে পর্যন্ত। এখন আবার তা বাড়িয়ে ২৩শে মে পর্যন্ত বহাল থাকবে লকডাউনের বিধি নিষেধ।

Advertisement
Share.

Leave A Reply