fbpx

লক্ষ্য পূরণে একসঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ-ভারত: নরেন্দ্র মোদি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘ভারত ও বাংলাদেশ একসঙ্গে এগিয়ে যাবে, যেনো দুই দেশ সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারে’, জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে অংশ নিয়ে সম্মানিত অতিথির বক্তব্যে দুই দেশের সাফল্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে নরেন্দ্র মোদি বলেন, ‘দুই দেশের মধ্যে এমন সম্পর্ক তৈরি করতে হবে, যেনো কোনো কূটনৈতিক চালের শিকারে ভেঙে না যায়। বাণিজ্য ও শিল্পে দুই দেশের যেমন একই ধরনের সম্ভাবনা রয়েছে, তেমনি সন্ত্রাসবাদের মত সমান বিপদও রয়েছে।‘

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর আর ভারতের স্বাধীনতার ৭৫ বছর একই বছরে পড়েছে। একবিংশ শতাব্দীর আগামী ২৫ বছর উভয় দেশেরই জন্য গুরুত্বপূর্ণ।‘

মোদি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ অংশটুকু বাংলায় উচ্চারণ করেন। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত-বাংলাদেশের যৌথ অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পারা আনন্দের উল্লেখ করে মোদি বলেন, ‘সোনার বাংলাদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবার এই ভালোবাসা আমার জীবনের অমূল্য মুহূর্তের একটি।’

ভারতের সরকার বঙ্গবন্ধুকে যে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে, সেই পুরস্কার মোদির হাত থেকে গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। তিনি আবার ‘মুজিব চিরন্তন’ স্মারক মোদির হাতে তুলে দেন।

Advertisement
Share.

Leave A Reply