fbpx

লাইভে এসে রাশিয়ার টিভির এক সঙ্গে সব কর্মীর পদত্যাগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়া সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে যুদ্ধকে না বলে এক সঙ্গে লাইভে এসে দেশটির একটি টেলিভিশন স্টেশন রেইন টিভি’র সব কর্মীরা বিদায় নিল।

ইউক্রেনে সামরিক অভিযানের বিরোধিতার মাধ্যমে ‘সীমা লঙ্ঘন করায়’ রুশ কর্তৃপক্ষ টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয়।

সেই নির্দেশের পরপরই নাটকীয়ভাবে লাইভ সম্প্রচারের মধ্যে টেলিভিশনটির সব কর্মী এসে বিদায় নেওয়ার ঘোষণা দেয়। বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।

রেইন টিভির অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিন্দেয়েভা বলেন, তাদের সব কর্মী একসঙ্গে লাইভ সম্প্রচারে এসে ‘যুদ্ধকে না’ বলে একে একে বিদায় নেয়।

এই ঘোষণর পর রেইন টিভির এক বিবৃতিতে সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে রুশ সংবাদ মাধ্যমগুলোর উপর কড়া  নজর রেখেছে দেশটির সরকার।

গত বৃহস্পতিবার আরেকটি রেডিও স্টেশন ‘ইকো অব মস্কো’কে তাদের সম্প্রচার বন্ধ করে দিতে হয় কর্তৃপক্ষের নির্দেশে।

এই রেডিওতে ইউক্রেনের সাংবাদিকদের সাক্ষাৎকার প্রচার করা হয়েছিল। তিনি যেখানে রুশ সামরিক অভিযানের ভয়াবহতা তুলে ধরেন।

সম্প্রচার বন্ধ হলেও সোশাল মিডিয়ার মাধ্যমে খবর দিয়ে যাচ্ছে ‘ইকো অব মস্কো’। আর এর প্রধান সম্পাদক আলেক্সেই ভেনেদিক্তভ রয়টার্সকে বলেছেন, কোনো চাপেই নিজেদের সম্পাদকীয় নীতিতে কোনো পরিবর্তন আনবেন না তারা।

Advertisement
Share.

Leave A Reply