fbpx

শহীদ মিনারে সমাগম সীমিত রাখার নির্দেশ ডিএমপির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে প্রাতিষ্ঠানিকভাবে ৫ জন ও ব্যক্তি পর্যায়ে দুই জনের বেশি না আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর মধ্যে এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন, এবং অনেকে নিচ্ছেন। তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব।‘

সংক্রমণ এড়াতে এ ধরনের কড়াকড়ি নির্দেশনা রাখা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে দুজনকে আসার অনুরোধ করছি।‘

কোনো ধরনের হুমকির খবর নেই নিশ্চিত করে শফিকুল ইসলাম জানান, ভাষা দিবসের আয়োজন ঘিরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply