fbpx

শান্তি আলোচনার পরও ইউক্রেনে-রাশিয়ার হামলা অব্যাহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শান্তি আলোচনার পরও ইউক্রেনের একের পর এক শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বলছে, উইক্রেনে শহর ওডেসায় বেসামরিক এলাকায় কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।  ক্রিমিয়া থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করছে কিয়েভ।

উইক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৪০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। যা কিনা ইউক্রেনের মোট জনসংখ্যার ১০ শতাংশ।

এদিকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত থাকায় শহরটি থেকে সীমিত সংখ্যক বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

তবে রুশ সেনাদের হামলা ও অভিযান অব্যাহত রয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে। এরমধ্যে গত শুক্রবার কিয়েভের কাছের একটি শহর বুচার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছেন শহরটির মেয়র।

আর এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনে রাসায়নিক হামলা চালানোর আশঙ্কায় দেশটিতে প্রতিরক্ষামূলক সরঞ্জাম পাঠানো হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply