fbpx

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারির পর: শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, সে সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারির পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

দীপু মনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।

এর আগে শিক্ষামন্ত্রী জাহিদ মালেক গত ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

Advertisement
Share.

Leave A Reply