fbpx

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়নগঞ্জে মালবাহী জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ- প্রত্যয়। ৫৫ হাত পানির নিচ থেকে জাহাজটি তুলে আনা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি টেনে তুলে আলামিননগর নদীর তীর এলাকায় রাখা হয়। লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে নতুন কোনো লাশ মেলেনি বলে জানিয়েছে নারায়নগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, ‘ এখনও চারজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা নাম লিখিয়েছেন। নদীতে তল্লাশি অভিযান চলছে।‘

রোববার দুপুর ২টার দিকে, নারায়নগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালাকাধীন মালবাহী জাহাজ রুপসী-৯ ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল।

লঞ্চে থাকা অর্ধশতাধিক যাত্রীর অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। রবিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে দুই শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় পালিয়ে যাওয়া জাহাজ রুপসী-৯ এবং এর মাস্টারকে এরই মধ্যে আটক করেছে নৌ-পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply