fbpx

‘শুধু স্বামী নয়, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। সেসময় সেই আবেদন নিয়ে সালিস হয়। সালিসে অপু বিশ্বাস উপস্থিত হলেও শাকিব খান উপস্থিত ছিলেন না। সেই সালিশের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় নতুন আলোচনা। তবে কি ডিভোর্স হয়নি শাকিব-অপুর? বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।’

অপুর মুখ থেকেই বিষয়টি শুনতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিলে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন শাকিব-অপু। তবে কিছুদিন ধরেই শাকিব-অপুর সম্পর্ক ভালো যাচ্ছে বলে শোনা যায়। বর্তমানে ছেলে জয়কে নিয়ে শাকিব-অপু আমেরিকায় সময় কাটাচ্ছেন।

Advertisement
Share.

Leave A Reply