fbpx

শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বছরের শুরুতেই পর্দা উঠছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’- এর। আগামীকাল সোমবার (৩  জানুয়ারি) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত। এবারের উৎসবটি  বাংলাদেশের সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর সভাপতিত্ব করবেন মঞ্চসারথি আতাউর রহমান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে মো. সেলিম খান পরিচালিত ও  প্রযোজিত “আগস্ট ১৯৭৫”।

শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’  

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৪ ও ৫ জানুয়ারি ৪ টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। আর ৫ জানুয়ারি, বুধবার সহজ পাঠ স্কুলে ‘কিডস ডে’, চলচ্চিত্র প্রদর্শনী ও মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সমাপনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। যেখানে সভাপতিত্ব করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।

Advertisement
Share.

Leave A Reply