fbpx

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে। ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে যেন মুসল্লিদের ঢল।

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন ফজরের নামাজের পর শুরু হয় হেদায়েতি বয়ান।হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

টঙ্গীর আশরাফ মিলস লিমিটেডের গেট সড়কে মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়। সবাই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। ময়দানের ভেতরে জায়গা না পেয়ে সড়কেই পলিথিন ও কাগজ বিছিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। সড়কে নারী মুসল্লিদেরও অবস্থান নিতে দেখা গেছে।

সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। হাজার হাজার মানুষ পায়ে হেটেও ইজতেমা ময়দানের কাছাকাছি অবস্থানের চেষ্টা করেছেন।

Advertisement
Share.

Leave A Reply