fbpx

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত স্থগিত করলো হাইকোর্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দিয়েছেন মঙ্গলবার হাইকোর্ট।

এক অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

রিট পিটিশনারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিষ্টার মনজুর এলাহী পরাগ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটিশনের পক্ষে আইনজীবীরা বলেন, ষষ্ঠ শ্রেণির চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা ৭ দিন বাড়াতে আদেশও দিয়েছেন উচ্চ আদালত। ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এখন আদালত তা আরো ৭ দিন বাড়াতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলো না।

এ বিষয়ে মিজানুর রহমান নামে একজন অভিভাবক বিষয়টি চ্যালঞ্জ করে রোববার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, বয়সের বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের বরাবর আবেদন করি। সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। বয়স সংক্রান্ত জটিলতায় তার কন্যাকে তিনি চলতি শিক্ষা ভর্তি কার্যক্রমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছিলেন না বলে তথ্য-প্রমাণসহ জানান।

Advertisement
Share.

Leave A Reply