fbpx

সঞ্জয় দত্তের ক্যান্সার জয়ের গল্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন কেজিএফ এর ‘অধীরা’ খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, এ খবর সবার জানা। শুনিয়েছেন সেই যুদ্ধ জয়ের গল্প যা হতে পারে আপনার, আমার বা আমাদের কাছের ক্যান্সার আক্রান্ত মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জানান, ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে নাকি এই অভিনেতা চিৎকার করে কেঁদেছিলেন। মৃত্যুভয় আঁকড়ে ধরেছিলো তাকে।

স্ত্রী, সন্তানদের ছেড়ে চলে যেতে হবে এ কথা মানতেই পারছিলেন না সঞ্জয়, তবে যেইনা এই ভয় তার মনে জেঁকে বসে তখনই নিজের ভেতরে সাহস সঞ্চয় করেন। নিজেকে দুর্বল না ভেবে ক্যান্সারকে জয় করার জন্য শারীরিক ও মানসিক যুদ্ধের প্রস্তুতি নেন এবং নিজেই নিজেকে বলেন, ‘আমার কিচ্ছু হবে না।’

২০২০ সালে কেজিএফ-২ অভিনেতার ফুসফুসে ধরা পড়ে ক্যান্সার, সেসময় কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন সেসব উঠে আসে অভিনেতার সাক্ষাৎকারে। এমনকি কেমোথেরাপি নিয়েও চালিয়ে গিয়েছিলেন শরীরচর্চা।

প্রতিবার কেমো নেওয়ার পর ১ ঘন্টা করে সাইক্লিং করতেন অভিনেতা। এরপর  নিয়মিত খেলতেন ব্যাডমিন্টন।

১৪ এপ্রিল সঞ্জয় অভিনীত ‘কেজিএফ-২’ সিনেমাটি ভারতজুড়ে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই তুলে নিয়েছে ১৬৫ কোটির বেশি রুপি। এখন শুধু এগিয়ে যাওয়ার  পালা।

Advertisement
Share.

Leave A Reply