fbpx

সাকিবের তাড়াহুড়ো, শান্তর অর্ধশতক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অর্ধশতক তুলে নিয়েছেন ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে নিজের তাড়াহুড়োর মাশুল গুনতে হয়েছে সাকিব আল হাসাকে, সুইপ করতে গিয়ে মঈন আলীর বলে বোল্ড আউট হন তিনি।

উইকেটে আসার পর থেকেই দ্রুত গতিতে রান করার লক্ষ্যে ব্যাট করতে থাকেন শান্ত। তবে উইকেটের অপর প্রান্তে বাকি ব্যাটাররা আশা যাওয়ার মিছিলেই ছিলেন। দলীয় ৯৫ রানে মুশফিকুর রহীম আউট হলে ব্যাট করতে নামেন সাকিব। এসে মঈন আলীর বলে একটি বাউন্ডারিও হাকান। তবে বড্ড বেশি তাড়াহুড়ো করছিলেন সাকিব। সেটিরই মাশুল গুনতে হল তাকে, মঈনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর উইকেটে ব্যাট করতে নামেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত উইকেটে শান্তকে ভালোই সঙ্গ দিচ্ছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৬ রান।

এর আগে, শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারে মাত্র ৩ রান আসলেও পরের ওভারে ইংলিশ বোলার জোফরা আর্চারকে দুইটি বাউন্ডারি হাঁকান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে লিটন দাসের কাছ থেকে লেগ বাইয়ের মাধ্যমে ৪টি রান যোগ হয়।

চতুর্থ ওভারে দ্বিতীয় বলে আর্চারের বলে কাট করে বাউন্ডারি হাকান তামিম। তবে রান তুলতে পারছিলেন না লিটন। এরপরের ওভারে ক্রিস ওকসের বলে ছক্কা হাকানোর পরের বলেই এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। ইনিংসের নবম ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে আউট হন তামিম, করেন ৩২ বলে ২৩ রান।

Advertisement
Share.

Leave A Reply