fbpx

সীতাকুণ্ডের বিস্ফোরণে কারও গাফিলতি থাকলে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্ত করে যদি কারও গাফিলতি পাওয়া যায়, তাহলে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ জুন) বেলা তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত কনটেইনার ডিপো পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো অপরাধীকে দায়মুক্ত করি না। যে বা যাঁরা অপরাধ করেছেন, তার তদন্ত হচ্ছে। তারপর চিহ্নিত হবে এ ঘটনার সঙ্গে জড়িত বা অবহেলার বিষয়টি। এরপর এ ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি আগুনে ৪৯ জন নিহত হওয়ার কথা জানানো হলেও অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মী রয়েছেন। আহতদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply