fbpx

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করছে।

সোমবার (৬ জুন) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষজ্ঞ দলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা মরদেহ থেকে নমুনা সংগ্রহ করছে।

এই অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২২ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ৩ জন ফায়ার সার্ভিসকর্মী নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’

কার্যক্রমের শুরুতে তিনজনের নমুনা নিতে দেখা যায়। নমুনা দেওয়ার জন্য সারিতে আরও কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। এতে কিছুদিন সময় লাগবে।

তিনি আরও বলেন, নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত লাশ কী করা হবে, তা নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

ডিআইজি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জনের লাশ এসেছে। তার মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা নিয়ে তিন রকমের তথ্য পাওয়া গেছে। কেউ বলছে এই সংখ্যা ৪৯, কেউ বলছে ৪৬, আবার কেউ বলছে ৪১।

গত শনিবার রাত নয়টার দিকে ডিপোতে আগুন লাগে। পরে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা।

Advertisement
Share.

Leave A Reply