fbpx

সুইস ব্যাংকে টাকা রাখা প্রসঙ্গে কেন তথ্য চায়নি সরকার, জানতে চায় হাইকোর্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সুইস ব্যাংকে জমা রাখা টাকার বিষয়ে বাংলাদেশ সরকার কেনো সুইজারল্যান্ডের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে চায় নি, এর কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

হাইকোর্টের দুই বিচারকের একজন বলেন, ‘সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে পড়েছি। তিনি বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে প্রকাশিত সংবাদের কপি জমা দিতে বলেন।’

উল্লেখ্য, বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা রাখা টাকার বিষয়ে বাংলাদেশ নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে, সেটি আদালতের নজরে আসে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

Advertisement
Share.

Leave A Reply