fbpx

সেভেরোদোনেৎস্কে প্রতি মিটার ভূখণ্ডের জন্য লড়াই চলছে: জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আক্ষরিক অর্থে সেভেরোদোনেৎস্কের মূল শহরে প্রতি মিটারের জন্য রুশ বাহিনীর সাথে লড়াই চলছে।

রবিবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে রাশিয়া ডনবাস এলাকায় রিজার্ভ সেনা মোতায়েন করেছে। যেখানে প্রতি মিটার ভূখণ্ডের জন্য সেনারা লড়াই করছে। লিসিচানস্ক, বাকমুত এলাকাতেও একই রকম লড়াই চলছে।

স্থানীয় গভর্নর সেরহি হাইদাই বলেন, রাশিয়া যদি শহরের শেষ সেতুটিকে ধ্বংস করে, তাহলে সেভেরোদোনেৎস্ক ইউক্রেনের বাকি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

এই অবস্থায় জেলেনস্কি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। বলেন, যুদ্ধ শুরুর পর দুই হাজার ৬শরও বেশি ক্রুজ মিসাইল ইউক্রেণে অবতরণ করেছে।

রাশিয়া এর জন্য বিপুল পরিমান অর্থ ব্যয় করছে। তেল ও গ্যাস বিক্রি করে এর অর্থ সংগ্রহ করছে। মস্কোকে রুখতে তাই বিশ্বে নেতাদের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য বারবারই আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Advertisement
Share.

Leave A Reply