fbpx

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হজ করতে গিয়ে সৌদি আরবের মাটিতে মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) এবং মোসাম্মত রামুজা বেগম (৫৪) নামে দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট চার বাংলাদেশির মৃত্যু হলো। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মো. হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে, তার পাসপোর্ট নম্বর ‘EE0385376’। শুক্রবার (১৭ জুন) তিনি মারা যান।

অন্যদিকে রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর ‘BW0843328’। রামুজা বেগমও শুক্রবার মারা যান।

এর আগে ১৬ জুন নুরুল আমিন নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা যান। তার বয়স ৬৪ বছর, বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। তাঁর পাসপোর্ট নম্বর ‘EF 0758006’।

আর ১১ জুন মো. জাহাঙ্গীর কবির নামের বাংলাদেশি হজযাত্রী মারা যান। তার বয়স ছিল ৫৯ বছর, বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

করোনা মহামারীর কারনে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ৫ জুন বাংলাদেশ থেকে এই মৌসুমে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। গত রবিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

Advertisement
Share.

Leave A Reply