fbpx

স্নেহাশীষের ৫০০ তম গান, গাইলেন ইমরান-কণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি প্রকাশিত হয়েছে নিশো-মেহজাবিন অভিনীত ‘বান্টি-বানু’ শিরোনামের একটি নাটক। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে ‘চলো করি প্রেম’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কণা। ইমরানের সুর-সংগীতে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গত ২৬ ফেব্রুয়ারি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গান।

‘চলো করি প্রেম’ গানটির মাধ্যমেই নিজের ক্যারিয়ারের ৫০০ তম গানের মাইলফলক স্পর্শ করলেন গীতিকার স্নেহাশীষ। ২০১২ সালে ইলিয়াস-আনিকার গাওয়া ‘এক পলকে’ গানটি দিয়ে ছিল তার শুরু, যার সুর-সংগীত ছিল অয়ন চাকলাদারের। ৯ বছর পর এসে তার এই অর্জন। এখন পর্যন্ত বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে তার লেখা একাধিক গান।

এ প্রসঙ্গে স্নেহাশীষ বলেন, ‘৫০০ তম গান লেখার অনুভূতি সত্যিই অন্যরকম। চলতে ফিরতে মানুষের মুখে যখন নিজের লেখা গান শুনতে পারি তখন এটাকেই সবথেকে বড় প্রাপ্তি বলে মনে হয়। আমার লেখা গানের প্রতি মানুষের এই ভালোবাসা-ই সামনে আমাকে আরও ভালো গান লেখার প্রেরণা যোগাবে।’

এ পর্যন্ত স্নেহাশীষ ঘোষের লেখা কিছু শ্রোতাপ্রিয় গান-
১. ফিরে আসোনা- ইমরান
২. আবার- মিনার
৩. ইশ কি সুন্দর যে তুই- ইমরান
৪. লক্ষ্মী-সোনা রাগ করেনা- মিলন-স্বরলিপি
৫. ডানাকাটা পরী- ন্যানসি-মিলন
৬. ভালোবেসে মন কি পেলো- ইমরান
৭. মুসাফির- ইমরান
৮. ভালো আছি ভালোবেসে- ইমরান-ন্যানসি
৯. আজ ভালোবাসোনা- ইমরান- বৃষ্টি
১০. আই অ্যাম ইন লাভ- আসিফ আকবর-সালমা
১১. আবারও- তাহসান খান
১২. পরাণের পরাণ ছিলি- অয়ন
১৩. জানি পাবোনা- ইমরান-সিঁথি
১৪. এক পলকে- ইলিয়াস-আনিকা
১৫ নাই কিছু আর- কাজী শুভ

Advertisement
Share.

Leave A Reply