fbpx

স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও ঘরে আনতে পারেন নি পুরস্কার। এ বছর কান তাকে নিরাশ করেনি।

হত্যা রহস্য কেন্দ্রিক ছবি ‘অ্যানাটমি অব আ ফল’ এর জন্য ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি স্বর্ণপাম (পাম দ’ র) জিতলেন ফরাসি নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত।

ত্রিয়েতের ঝুলিতে পাম দ’ র এলো তার চাঞ্চল্যকর কোর্টরুম ড্রামার জন্য। ছবিটি স্বামীর হত্যার অভিযুক্ত একজন লেখকের উপর নির্মিত।

পাম দ’ র কান ফিল্ম ফেস্টিভ্যালের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার যা ১৯৫৫ সালে ফেস্টিভ্যালের আয়োজক কমিটি সূচনা করেন।

কানের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও নারী এই স্বীকৃতি পেলেন। এর আগে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন এবং জুলিয়া দুকুরনো স্বর্ণপাম জিতেছেন।

স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত
ত্রিয়েতের থ্রিলার ড্রামার তারকা জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার, যিনি কান রানার আপ, দ্য জোন অফ ইন্টারেস্ট-এও অভিনয় করেছেন৷

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অন্যান্য পুরস্কারের মধ্যে গ্র্যান্ড প্রিক্স জিতেছে জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট, জুরি প্রাইজ জিতেছে আকি কাউরিসমাকির সিনেমা ‘ফলেন লিভস, সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আঙ হুঙ ট্রান (পট আউ ফেউ)। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোজি ইয়াকসু (পারফেস্ট ডেজস), সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেরভি ডিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস)। চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন সাকামোটো ইয়ুজি (মনস্টার)।

গতকাল (২৭ মে) বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টার পর ঘোষণা করা হয় এ ফলাফল।

কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে জাস্টিন ত্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা।
পুরস্কার গ্রহণের সময় তাঁর বিজয়ী বক্তব্যে, ত্রিয়েট সাম্প্রতিক পেনশন বিক্ষোভের প্রতিক্রিয়ার জন্য ফরাসি সরকারকে তিব্র নিন্দা করেছেন।

Advertisement
Share.

Leave A Reply