fbpx

হজ নিবন্ধন লাখ ছাড়িয়েছে, বাকি আছে ১১ হাজার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৬ হাজার ৩৩ জন। এরমধ্যে সরকারি খরচে হজের নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৬ হাজার ১৮৫ জন।

এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। ফলে নিবন্ধনের বাকি আছেন ১১ হাজার ১৬৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজের নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বনিম্ন প্যাকেজ হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে সরকারি-বেসরকারি উভয় প্যাকেজই বিগত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

এদিকে সৌদি আরব সরকার মিনার ক্যাটাগরিভিত্তিক সেবার মূল্য কমিয়েছে। এ পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ সংশোধন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রতি সৌদি রিয়াল ২৮ টাকা ৩৯ পয়সা ধরে হজ প্যাকেজের ব্যয় কমানো হয়েছে ১১ হাজার ৭২৫ টাকা। প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজ করার আগ্রহ প্রকাশ করেন। এই পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Advertisement
Share.

Leave A Reply